নিউজ ডেক্স : চলন্ত হাইয়েস খাদে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেলেন ২০ যাত্রী। মঙ্গলবার বেলা ২টার দিকে উপকূলীয় আঞ্চলিক মহাসড়কের (এবিসি সড়ক) কক্সবাজারের পেকুয়ার টইটং হাজীবাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। চালক চলন্ত অবস্থায় ঘুমাচ্ছিলেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। স্থানীয়রা দ্রুত এসে যাত্রীদের অক্ষত অবস্থায় বের করে নিরাপদে আনে।
গাড়ির ভাড়াটিয়া কক্সবাজার সদরের পিএমখালীর বাসিন্দা এমদাদুল হক জানান, আমরা পাড়ার বিশজন একটি সামাজিক কাজে হাইয়েসটি (চট্টমেট্রো-১১-১৬৯৭) নিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর এলাকায় যাচ্ছিলাম উপকূলীয় মহাসড়ক হয়ে। পথিমধ্যে পেকুয়ার টইটংয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।
তিনি আরও বলেন, চলন্তাবস্থায় চালক বারবার ঘুমাচ্ছিল। তাকে কয়েকবার সর্তক করা হয়। হঠাৎ গাড়ির সামনে একটি ছাগল পড়ে এটি রক্ষা করতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। আর ঘটনার পরপরই চালক সটকে পড়ে।
পেকুয়া থানা পুলিশের ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, সারাদিন কক্সবাজার সদরে একটি মিটিংয়ে ছিলাম। তাই বিষয়টা জানি না। খবর নিয়ে জানাবেন বলে উল্লেখ করেন তিনি।