এলনিউজ২৪ডটকম : অমর একুশে জাতীয় গ্রন্থমেলায় কবি ও লেখক ফিরোজা সামাদের ৮টি প্রকাশিত হয়েছে। পানকৌড়ি প্রকাশনা থেকে বইগুলো প্রকাশিত হয়েছে। বইগুলো পাওয়া যাবে সোহরাওয়ার্দি উদ্যানের ২৯৮ নং স্টলে এবং বাংলা একাডেমি মাঠে ১৬ নং স্টলে।
বইগুলো হল “হে পিতা তোমার তর্জনী যেন, শানিত তরবারি”, “বাঙলার কাব্যগাঁথা”, “গল্প ও কাব্যের পরিণয়”, “যে কথা যায়না বলা”, “দুই দুয়ারির খেলা”, “এসো বর্ণ শিখি (শিশুতোষ)”, “ছোট সোনামণিদের ছড়া (শিশুতোষ)”, “ছড়ায় চিনি আমার দেশ ঐ (শিশুতোষ)”

কবি ও লেখক ফিরোজা সামাদ বলেন, বই মানুষের হৃদয়কে সমৃদ্ধ করে। মাতৃভাষা মূল্যায়নের এই মহান মাসে বাংলায় লেখা বই তুলে দিন আপনার কোমলমতি সন্তানের হাতে। তাছাড়া প্রিয়জনকে সৌজন্যে উপহার দিতে উপন্যাস, কাব্যগ্রন্থ, বিভিন্ন প্রবন্ধ ও গল্পের বই এর কোনো বিকল্প নেই। তিনি সকলকে অমর একুশে জাতীয় গ্রন্থমেলায় আসার আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী অমর একুশে জাতীয় গ্রন্থমেলা উদ্বোধন করেন।