নিউজ ডেক্স : অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে মালয়েশিয়ায় ২৮ বাংলাদেশিকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে কুয়ালালামপুরে অবৈধভাবে আবাসন ব্যবসা পরিচালনার অভিযোগ আনা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে ইমিগ্রেশন বিভাগ এক অভিযান পরিচালনা করে বাংলাদেশিদের আটক করে।

আটকদের বিরুদ্ধে অভিযোগ, তারা অবৈধভাবে প্রায় ২০টি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন। এরপর এসব অ্যাপার্টমেন্টের কক্ষগুলোকে আবার তারা বিভিন্ন ব্যক্তির কাছে উচ্চমূল্যে ভাড়া দিয়েছিলেন। ঝামেলা এড়াতে এ অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া নগদে নেওয়া হত।
এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক ডাটুক সেরি মুস্তাফা আলি বলেন, গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে তাদের অবৈধ ব্যবসা জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের আগে সে স্থানে গোপনে নজরদারি করা হয়।
পুলিশ জানিয়েছে, আটকদের কারোরই উপযুক্ত কাগজপত্র (ট্রাভেল ডকুমেন্ট) নেই। এছাড়া তাদের কাছ থেকে ২৯ হাজার মালয়েশীয় রিঙ্গিত উদ্ধার করা হয়েছে।