ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | হে মুজিব

হে মুজিব

Khan

মোহাম্মদ মাজহারুল ইসলাম খান
—————-♥—————-

হে মুজিব,তুমি বাংলার নেতা
তুমি বাংলার পিতা তুমি আমাদের গর্ব।
তুমি দূর্জয় তুমি অক্ষয়
তুমি গড়েছো বাংলায় স্বর্গ।।

তুমি বঙ্গের বন্ধু তুমি স্বপ্নের সিন্ধু
তুমি শান্তির মহাসাগর।
তুমি সত্যের ভান্ডার তুমি পূণ্যের কান্ডার
তুমি বিদ্যার মহানগর।

বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে
বাঙ্গালী আজ মুক্তি পেয়েছে
শুধু তোমার জন্য।
এমন মানব গর্ভে ধরিয়া
এমন সন্তান প্রসব করিয়া
বাংলাদেশ আজ ধন্য।

বাংলার বুকে দিয়েছো তুমি
সবুজে ঘেরা স্বপ্ন,
বাংলার আকাশে এনেছো তুমি
রক্তিম ঊষা লগ্ন।

তুমি দিয়েছো রক্ত দিয়েছো প্রাণ,
তবুও যেতে দাওনি তো মান।
বাংলা মায়ের অস্তিত্ত্বকে
দাওনি হতে ক্ষর্ব।।

হে মুজিব,তুমি বাংলার নেতা
তুমি বাংলার পিতা তুমি আমাদের গর্ব।
তুমি দূর্জয় তুমি অক্ষয়
তুমি গড়েছো বাংলায় স্বর্গ।।

আজো মনে পড়ে সে–ই–যে
সেই দিনের কথা, সর্ব হারার ব্যাথা,
পাক বাহিনীর নির্মম শাসন,
৭ই মার্চে তোমার ভাষণ…..
” রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব,
দেশকে মুক্ত করে ছাড়ব, ইনশা আল্লাহ ”
তোমার নির্দেশে পাকদের সাথে
শুরু হলো মোদের পাল্লা।

তোমার মুখের বজ্র কন্ঠে
আকাশ উঠলো কেঁপে,
মাতৃভূমি করতে মুক্ত
বাঙ্গালী উঠলো ক্ষেপে।
বললে তুমি পাকবাহিনী
যদি না মানে আমাদের বাণী,
যাহার হাতে যা’ কিছু আছে
লাঠি-সোটা-দা-বঁটি,
তাহা নিয়ে ঝাঁপিয়ে পড়বে
ভাঙ্গবে পাকদের ঘাঁটি।
তোমার ডাকে সাঁড়া দিয়ে
বাংলার জনগণ,
আসল ছুটে যুদ্ধের মাঠে
সঁপিয়া দিল মন।
রক্ত দিল, প্রাণ হারাল
লড়তে লড়তে যুদ্ধে,
এদেশ তাঁরা করল স্বাধীন
নয়টি মাসের মধ্যে।
বিশ্বের বুকে এমন ইতিহাস
হয়নি লেখা আর,
এই কৃতিত্ব, এই বীরত্ব
সবই যে তোমার।

তোমার নেত্রীত্বের বিনিময়ে আজ
বাংলায় ঝলমলে নিপূণ কারুকাজ।
তোমার ছেলেদের রক্তের লাল
আজো কৃষ্ণচূড়ায় লাগে,
তোমার ছেলেদের সমাধীতে আজ
গোলাপ-কলিরা  জাগে।
তোমার ত্যাগের এই অবদান
মোদের হৃদয়ে রবে অম্লান।
তুমি যে মোদের সবার নায়ক
বিধাতার সেরা দান,
সারা বাংলার বক্ষ জুড়ে
রাখব তোমায় অমর করে
যত দিন আছে প্রাণ।

আমরা সবাই তোমারই ছেলে
“মুজিব সেনা” নাম,
তোমার পাথেয় সাথে নিয়ে মোরা
করে যাব সংগ্রাম।
তোমার বুকের রক্ত-কণিকা
যেতে দেবনা মূছে,
স্বপ্ন যত দেখেছো তুমি
করব পূরণ হেসে।
বাংলার প্রতি কুটিরে কুটিরে
রচি’ব সুখের স্বর্গ।।

হে মুজিব,তুমি বাংলার নেতা
তুমি বাংলার পিতা তুমি আমাদের গর্ব।
তুমি দূর্জয় তুমি অক্ষয়
তুমি গড়েছো বাংলায় স্বর্গ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!