ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৫

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৫

নিউজ ডেক্স: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় সিডিএম পরিবহনের বাস উল্টে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হন।

রোববার (১৬ নভেম্বর)  সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ডের বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশের ওসি জাকির রাব্বানী।

তিনি বলেন, সন্ধ্যায় চট্টগ্রামমুখী লেনে সিডিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!