ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়া মেরিট স্কুলে ওরিয়েন্টেশন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

লোহাগাড়া মেরিট স্কুলে ওরিয়েন্টেশন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

26732530_521815791534401_302268875_o

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদর পোস্ট অফিস রোডস্থ ‘লোহাগাড়া মেরিট স্কুল এন্ড কলেজে’ আজ ৮ জানুয়ারী সকাল সাড়ে ১০টায় নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে ওরিয়েন্টেশন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুলের অধ্যক্ষ এম. সিরাজুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ডা. জালাল আহামদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়ানিউজ২৪ডটকম সম্পাদক ও আধুনগর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।

বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ফরিদ আহমদ, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সেতার উদ্দিন, অভিভাবকদের পক্ষে তৌহিদুল ইসলাম বেলাল, আবু খালেদ চৌধুরী, আবু খান চৌধুরী, মেরিট ট্রাস্টের সেক্রেটারী শিক্ষক মোঃ ছালাহ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক মোঃ জাকারিয়া।

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন এ+ নিঃসন্দেহে বড়ো সফলতা। উপজেলায় এ+ প্রাপ্তির দিক থেকে এই স্কুল প্রথম স্থানে। ভবিষ্যতে এই সফলতা অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিক্ষক মোঃ জাকের হোছাইন, শিক্ষক আজিমুল হক, শিক্ষক মফিজুর রহমান, শিক্ষিকা সেলিনা আক্তার ও শিক্ষিকা কানিজ ফাতেমা পপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!