ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় করোনা সন্দেহে ৩৫ জনের নমুনা সংগ্রহ, ৩২ জনের রিপোর্ট নেগেটিভ

লোহাগাড়ায় করোনা সন্দেহে ৩৫ জনের নমুনা সংগ্রহ, ৩২ জনের রিপোর্ট নেগেটিভ

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এ পর্যন্ত ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৩২ জনের রিপোর্ট নেগেটিভ এবং অপর ৩ জনের রিপোর্ট কাল বা পরশু পাওয়া যাবে বলে বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানিয়েছেন।

তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে উপজেলা সদরে লোহাগাড়া সিটি হাসপাতালসহ এক ভবন, জঙ্গল পদুয়ায় ৪ পরিবার ও রশিদের পাড়ায় ১ বাড়ি লকডাউনে রয়েছে। পর্যায়ক্রমে লকডাউন হওয়া পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনষ্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) এ পাঠানো হবে। অন্যদের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো জানান, করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান। এছাড়া পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় লোহাগাড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!