ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় শিশুদের মাঝে নবীর আদর্শ ছড়িয়ে দিতে সীরাত অলিম্পিয়াড

লোহাগাড়ায় শিশুদের মাঝে নবীর আদর্শ ছড়িয়ে দিতে সীরাত অলিম্পিয়াড

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় শিশুদের মাঝে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর আদর্শ ও জীবনাচার ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘সীরাত অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা সদরের মোস্তফা বেগম গার্লস স্কুল অ্যান্ড কলেজে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার ৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি প্রফেসর মো. আবু তাহের, ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ আ.ন.ম. নোমান, প্রাথমিক শিক্ষক পরিষদ উপজেলা শাখার সভাপতি মোজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাস্টার নাছির আহমদ। পরীক্ষা ব্যবস্থাপনায় এ. এম. সেলিম উদ্দীন আহ্বায়ক, মুহাম্মদ আবছার উদ্দীন সদস্য সচিব ও মুহাম্মদ রিদওয়ানুল হক পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন।

সদস্য সচিব মাস্টার মুহাম্মদ আবছার উদ্দীন জানান, সীরাত অলিম্পিয়াডের মাধ্যমে আমরা শিশুদের হৃদয়ে নবীজীর প্রতি ভালোবাসা ও অনুকরণের অনুপ্রেরণা সৃষ্টি করতে চাই। এটি শুধু প্রতিযোগিতা নয়, বরং একটি মূল্যবোধ গঠনের উদ্যোগ।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, নবী করিম (সা.) মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক। তাঁর আদর্শের আলোকে শিশুদের চরিত্র গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!