এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় যানজট নিরসনে অভিযান চালিয়ে ২৪ যানবাহন আটক করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলা সদর বটতলী স্টেশন ও পদুয়া স্টেশনে অভিযান পরিচালনা করেন থানা পুলিশ।
আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে ৭টি ঈগল পরিবহনের বাস, ১০টি সিএনজি চালিত টেক্সি ও ৭টি ব্যাটারি চালিত রিক্সা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, যানজট নিরসনে অভিযান চালিয়ে যত্রতত্রভাবে পার্কিং করায় ২৪ যানবাহন আটক করা হয়েছে। আটককৃত যানবাহনের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।