ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় এলডিপির দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

লোহাগাড়ায় এলডিপির দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) রাতে উপজেলা সদর ইউনিয়নের এক কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এ সময় তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের দাবি, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় এই সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম- ১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী।

দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, এটিএম জাহেদ চৌধুরী ও দক্ষিণ জেলা ওলামা দলের আহবায়ক মুজিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময় দেশ ও জাতির জন্য অত্যন্ত সংবেদনশীল। তাই দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই আসনটি তাঁকে উপহার দিতে হবে। এছাড়া বিএনপিতে যোগদান করা নেতাকর্মীদের অভিনন্দন জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!