
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) রাতে উপজেলা সদর ইউনিয়নের এক কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এ সময় তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের দাবি, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় এই সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম- ১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী।
দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, এটিএম জাহেদ চৌধুরী ও দক্ষিণ জেলা ওলামা দলের আহবায়ক মুজিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সময় দেশ ও জাতির জন্য অত্যন্ত সংবেদনশীল। তাই দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই আসনটি তাঁকে উপহার দিতে হবে। এছাড়া বিএনপিতে যোগদান করা নেতাকর্মীদের অভিনন্দন জানানো হয়।
Lohagaranews24 Your Trusted News Partner