চট্টগ্রামের একুশে পত্রিকা প্রয়াত সম্পাদক আজাদ তালুকদারের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় বটতলী মোটর স্টেশনের লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

লোহাগাড়া রিপোটার্স ইউনিটি’র সভাপতি এম হোসাইন মেহেদীর সভাপতিত্বে এতে উপস্থিতি ছিলেন সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ মারুফ (দৈনিক আজাদী), সাংগঠনিক সম্পাদক খলিল চৌধুরী (দৈনিক বায়ান্ন), অর্থ ও দপ্তর সম্পাদক তাজ উদ্দিন (ইনকিলাব), প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন (একুশে পত্রিকা)। কার্যনির্বাহী সদস্য এরশাদ হোছাইন (ভোরের কাগজ) প্রমুখ।
উল্লেখ্য, এক সন্তানের জনক আজাদ তালুকদার গত বুধবার (২ আগস্ট) ভোররাত ৩ টা ৪৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। প্রেস বিজ্ঞপ্তি