ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | পাহাড় কেটে ঘর তৈরির অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার ৩

পাহাড় কেটে ঘর তৈরির অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার ৩

ফাইল ছবি

ফাইল ছবি

নিউজ ডেক্স : চট্টগ্রামে পাহাড় কেটে ঘর তৈরির অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা ও সহকারী পরিদর্শক খন্দকার মো. তাহাজ্জুত আলী বাদী হয়ে এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন ব্যবসায়ী নুর নবী মারুফ (৩০), মাটি কাটার শ্রমিক সোহাগ (৩০), রহমত উল্লাহ (৪৫) ও আব্দুর রাজ্জাক (৪২)। এঁদের মধ্যে তিন শ্রমিককে সোমবার সন্ধ্যায় আকবর শাহ থানার ই ব্লকের কবরস্থান পাহাড়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পরিবেশ অধিদপ্তরের অভিযান দল। তবে ব্যবসায়ী নুর নবী মারুফকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মারুফ নগরের আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির বাসিন্দা। জানা গেছে, তাঁর নির্দেশেই পাহাড় কাটছিল শ্রমিকরা।

খন্দকার মো. তাহাজ্জুত আলী বলেন, সোমবার রাতের অভিযানে দেখা গেছে, কবরস্থানের পাহাড়ের চূড়ায় কাঁচা ঘর নির্মাণের জন্য ১২ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের পাহাড় কেটে সমতল করা হয়েছে। অভিযানের সময় মাটি কাটার ও ঘর নির্মাণের সরঞ্জাম জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!