Home | ব্রেকিং নিউজ | ঢাবি থেকে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ

ঢাবি থেকে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ

DU-G60255-2002041250

নিউজ ডেক্স : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন শিক্ষাবর্ষে প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ২৮ জানুয়ারি ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতিসহ অবৈধ পন্হায় ভর্তি হওয়ার অভিযোগে ওই ৬৩ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার তাদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বহিষ্কৃতরা হলেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো আব্দুল ওয়াহিদ (বিজয় একাত্তর), মো ইছাহাক আলী (এফ রহমান হল), ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আনিকা বৃষ্টি (বঙ্গমাতা হল), ফিওনা মহিউদ্দিন মৌমি (শামসুন্নাহার হল), সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সালমান এফ রহমান হৃদয় (বিজয় একাত্তর), ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইশরাত জাহান ছন্দা (কুয়েত মৈত্রী), ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রাকিবুল হাসান (এফ রহমান হল), ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সৌভিক সরকার (জগন্নাথ হল), ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেহেদী হাসান (মুহসীন হল), ২০১৫-১৬ শিক্ষাবর্ষের হাসিবুর রশিদ (বঙ্গবন্ধু হল), ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মারুফ হাসান খান (জিয়া হল), ইংলিশ ফর স্পিকার অব আদার ল্যাঙ্গুয়েজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাফায়াতে নূর সাইয়ারা নোশিন (সুফিয়া কামাল), ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জি এম রাফসান কবির (মুহসীন হল), পরিসংখ্যান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মো আবু জুনায়েদ সাকিব (অমর একুশে হল)।

তড়িৎ ও ইলেকট্রিক কৌশল বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মোস্তাফিজ উর রহমান (অমর একুশে হল), ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তৌহিদুল হাসান আকাশ (শহীদুল্লাহ হল), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শরমিলা আক্তার আশা (বঙ্গমাতা হল), ২০১৫-১৬ শিক্ষাবর্ষের লাভলুর রহমান লাভলু (এফ রহমান হল), ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জাকিয়া সুলতানা (কুয়েত মৈত্রী), অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সামিয়া সুলতানা (সুফিয়া কামাল), ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সিনথিয়া আহম্মেদ (শামসুন্নাহার হল), ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জান্নাত সুলতানা (শামসুন্নাহার হল), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো আশরাফুল ইসলাম আরিফ (এফ রহমান), ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আমরিন আলম জুটি (বঙ্গমাতা হল), টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেহজাবিন অনন্যা (রোকেয়া হল), সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মোছা আফসানা নওরিন ঋতু (বঙ্গমাতা হল), ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফাতেমা আক্তার তামান্না (কুয়েত মৈত্রী), বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এম ফাইজার নাঈম (বঙ্গবন্ধু হল), ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জিয়াউল ইসলাম (সূর্যসেন হল), ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তাজুল ইসলাম সম্রাট (মুহসীন হল)।

২০১৬-১৭ শিক্ষাবর্ষের নুরুল্লাহ (মুহসীন হল), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো মাসুদ রানা (এস এম হল), ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফাতেমা তুজ জোহরা (রোকেয়া হল), ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শাবিরুল ইসলাম (সূর্যসেন হল), ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইফতেখারুল আলম জিসান (বিজয় একাত্তর), ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নাফিসা তাসনিম বিন্তী (রোকেয়া হল), বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শাশ্বত কুমার ঘোষ (জগন্নাথ হল), ফিন্যান্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শেখ জাহিদ বিন হোসেন ইমন (সূর্যসেন হল), ফার্মেসি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মোহায়মেনুল ইসলাম (ফজলুল হক হল), ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাইদুৃর রহমান (ফজলুল হক হল), ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আব্দুর রহমান (ফজলুল হক হল), আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সুবহা লিয়ানা তালুকদার (রোকেয়া হল), ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আজলান শাহা ফাহাদ (সূর্যসেন হল), মনোবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বেলাল হোসেন (সলিমুল্লাহ মুসলিম হল), ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মোরশেদা আক্তার (কুয়েত মৈত্রী হল), ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তানজিনা সুলতানা ইভা (শামসুন নাহার হল), শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মাসুদ রানা (জিয়া হল)।

স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. মোহাইমিনুল রায়হান ফারুক (জহুরুল হক হল), পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আবুল কালাম আজাদ (একুশে হল),রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জেরিন হোসাইন (শামসুন নাহার হল), ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আবির হাসান হৃদয় (জসিম উদ্দিন হল), আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নওশীন আফরিন মিথিলা (কুয়েত মেত্রী হল), ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আল আমিন পৃথক (সূর্যসেন হল), টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শাদমান শাহ্ (বিজয় একাত্তর) সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিহাব হাসান খান (সলিমুল্লাহ মুসলিম হল), ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাদিয় সুলতানা (শামসুন নাহার হল), বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাদিয়া সিগমা (কুয়েত মেত্রী), যোগাযোগ বৈকল্য বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. আবু মাসুম (জহুরুল হক), ফলিত রসায়ন ও কেমিকৌশল ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শাহাৎ আল ফেরদৌস ফাহিম (ফজলুল হক ), ফিন্যান্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আশেক মাহমুদ জয় (জহুরুল হক),মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহবুব আলম সিদ্দিকী সম্রাট (সূর্যসেন হল), আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সালমান হাবিব আকাশ (মুহসীন হল), মনোবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মশিউর রহমান (একুশে হল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!