
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গড়ে তোলা ৪টি পানের বরজ উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বনবিটের সাপের গর্ত নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন।

সাথে ছিলেন চুনতি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন, পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বজলুল রশিদ, সাতগড় বনবিটের বিট কর্মকর্তা মহসীন আলী ইমরানসহ বিভিন্ন বিটের কর্মকর্তা ও কর্মচারীরা।
বিট কর্মকর্তা মহসীন আলী ইমরান জানান, একটি মহল দীর্ঘদিন যাবত সংরক্ষিত বনের জায়গা দখল পূর্বক অবৈধভাবে পানের বরজ করে আসছিল। পরে অভিযান চালিয়ে ৪টি পানের বরজ উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত জায়গার পরিমাণ এক একর। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner