Home | দেশ-বিদেশের সংবাদ | চমেক হাসপাতাল থেকে পালিয়েছে বরখাস্ত এসআই

চমেক হাসপাতাল থেকে পালিয়েছে বরখাস্ত এসআই

P-1-1

নিউজ ডেক্স : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৌশলে পালিয়েছে বাকলিয়া থানার এসআই খন্দকার সাইফুদ্দিন। ভাড়া বাসায় ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ অভিযোগে এসআই খন্দকার সাইফুদ্দিনকে মঙ্গলবার রাতে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি। সোমবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন তার ভাড়া বাসা থেকে র‌্যাব অভিযান চালিয়ে উদ্ধার করে ১৪ হাজার ১০০ পিস ইয়াবা। এ ঘটনায় খন্দকার সাইফুদ্দিনসহ দু’জনকে আসামি করে বাকলিয়া থানায় মাদক আইনে মামলা করে র‌্যাব। বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত সাইফুদ্দিন থানায় ছিল। হঠাৎ তার বুকে ব্যথা ওঠে। চারজন পুলিশ দিয়ে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে পালিয়ে গেছে বলে জানতে পেরেছি। নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসেন জানান, এসআই খন্দকার সাইফুদ্দিনের বিরুদ্ধে থানায় মাদক আইনে যে মামলা হয়েছে তার তদন্ত চলবে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কমিটিতে নগর পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার নোবেল চাকমাকে প্রধান করা হয়েছে। এছাড়া চকবাজার ও সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) দু’জনকে সদস্য করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ও চকবাজার জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা জানান, দায়িত্ব পেয়ে বুধবার সকাল থেকে তদন্তকাজ শুরু করেছি। কমিটির অপর দুই সদস্যকে নিয়ে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। অভিযুক্ত সাইফুদ্দিনের দুটি মোবাইল নম্বরে ফোন দিয়ে সেগুলো বন্ধ পেয়েছি। মঙ্গলবার দুপুর থেকে পলাতক হওয়ার পর তার খোঁজ মিলেনি।

সোমবার রাতে পশ্চিম বাকলিয়ার হাফেজ নগর এলাকার গোফরান উদ্দিন মুন্সী বাড়ির এসআই সাইফুদ্দিনের ভাড়া ফ্ল্যাট থেকে ১৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এ সময় তার মাদক ব্যবসার সহযোগী এসএম নাজিম উদ্দিন মিল্লাত নামে একজনকে গ্রেফতার করা হয়। এ ফ্ল্যাট থেকে ইয়াবা ছাড়াও নগদ ২ লাখ ৩১ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!