ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | চট্টগ্রামে নতুন বছরে বই পাবে ২৪ লাখ শিক্ষার্থী

চট্টগ্রামে নতুন বছরে বই পাবে ২৪ লাখ শিক্ষার্থী

নিউজ ডেক্স : চট্টগ্রামের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের (বাংলা-ইংলিশ মাধ্যম) ২৩ লাখ ৭৮ হাজার ২৯৮ জন শিক্ষার্থীকে ২ কোটি ৩৭ হাজার ৭৩৬টি নতুন বই দেওয়া হবে। নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে এ বই তুলে দেওয়া প্রস্তুতি চলছে। 

তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অতীতের মত এবার ১  জানুয়ারি স্কুলে স্কুলে বই উৎসব হবে না। স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীদের হাতে এসব নতুন বই তুলে দেওয়া হবে।   জানা যায়, এবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে চট্টগ্রামের ৪ হাজার ৩৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১০ লাখ ৫ হাজার ৭২৯ জন শিক্ষার্থীকে ৪৫ লাখ ৯৮ হাজার ১৩৯টি নতুন বই দেওয়া হবে। ইংরেজি ভার্সনের ৮১টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার ৩০২ জন শিক্ষার্থী ৮০ হাজার ১৭৮টি নতুন বই পাবে। 

এছাড়া প্রাক-প্রাথমিকের ১ লাখ ৬১ হাজার ৭১৪ জন শিক্ষার্থীকে ১  লাখ ৬১ হাজার ৭১৪টি নতুন বই দেওয়া হবে। ইতোমধ্যে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১৪ লাখ ৪৫ হাজার ৮৯৮টি নতুন বই এসে পৌঁছেছে।  বাকি বই ২০ ডিসেম্বরের মধ্যেই এসে পৌঁছাবে।  

জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী বলেন, ‘করোনার কারণে এবার মাধ্যমিকের বই ধীরে আসছে। তবে ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রামে সব বই চলে আসবে। সব বই আসলে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। করোনার কারণে নতুন বই শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে যাতে দেরি না হয় এবং বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার চেষ্টা চলছে।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, ‘করোনা মহামারির কারণে এবার স্কুলে স্কুলে নতুন বই উৎসব হবে না। তবে বছরের প্রথম দিন স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। ইতোমধ্যে বই ঢাকা থেকে চট্টগ্রামে আসা শুরু হয়েছে। আমরা থানায় থানায় বই পাঠাচ্ছি। সেখান থেকে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!