Home | শিক্ষাঙ্গন | চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৬২.৭৩ শতাংশ

চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৬২.৭৩ শতাংশ

3bb3f897856ccbca5edaa784347cbd42-57b536255a4ed

নিউজ ডেক্স : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৬২ দশমিক ৭৩ শতাংশ। নগরীসহ, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পাবর্ত্য জেলার ২৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬ হাজার ৮৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৭৫৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬১৩ জন। বৃহস্পতিবার (১৯ জুলাই) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এইচএসসিতে এবছর পাসের হার ৬২ দশমিক ৭২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬১৩ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩ দশমিক ১১ শতাংশ, মানবিকে ৫১ দশমিক ৬৯ শতাংশ ও ব্যবসা শিক্ষা বিভাগে ৬৮ দশমিক ০১ শতাংশ।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবার ১০০টি কেন্দ্রে এইচএসসিতে ২৫৩টি কলেজের ৯৭ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯৬ হাজার ৮৫৮ জন। এর মধ্যে ৪৭ হাজার ৬২৮ জন ছাত্র ও ৪৯ হাজার ২৩০ জন ছাত্রী।এবছর বিজ্ঞান বিভাগে ২০ হাজার ৪৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৯৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৮৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬ হাজার হাজার ৪১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৫৩ জন। মানবিক বিভাগ থেকে অংশ নেয় ৩৭ হাজার ৭৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৯ হাজার ৫২৮ জন।জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন।

এবার নগরে পাসের হার ৭৪ দশমিক ৬৯ শতাংশ। নগরসহ চট্টগ্রাম জেলার পাসের হার ৬৬ দশমিক ৭৪ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৬১ দশমিক ৬৬ শতাংশ। রাঙামাটি জেলায় পাসের হার ৪৯ দশমিক ৮৯ শতাংশ। খাগড়াছড়ি জেলায় পাসের হার ৩৬ দশমিক ৫১ শতাংশ। বান্দরবান জেলায় পাসের হার ৬২ দশমিক ৩১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!