ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চকরিয়ায় চিংড়িঘের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে ডাকাত সর্দার নিহত

চকরিয়ায় চিংড়িঘের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে ডাকাত সর্দার নিহত

bonduk

নিউজ ডেক্স : কক্সবাজারের চকরিয়ায় চিংড়িজোনে একটি ঘের দখল গিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ডাকাত সর্দার নুরুল আমিন ওরফে আমিন্যা ডাকাত (৩৫) নিহত হয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধে ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চিরিঙ্গা ইউনিয়নের বালুচিরা ঘের এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় চিংড়ি ঘেরের মালিক চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মীর কাশেম (৩৫) আহত হয়েছেন। চকরিয়া থানা পুলিশ নিহত আমিন্যা ডাকাতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত নুরুল আমিন ওরফে আমিন্যা ডাকাত চিরিঙ্গা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সওদাগর ঘোনা গ্রামের জহির আহমদের ছেলে।

পরিবারের দাবি, বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে নুরুল আমিনকে পুলিশ দিয়ে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের মেম্বার মীর কাশেমের চিংড়িঘেরটি জবর-দখল করতে গেলে দুই গ্রুপের মধ্যে আধাঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। এলাকার লোকজন বলেছেন, প্রায় অর্ধশত রাউন্ড গুলি বিনিময়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে গুলি লেগে প্রাণ হারায় একপক্ষের ডাকাত সর্দার বলে খ্যাত নুরুল আমিন ওরফে আমিন্যা ডাকাত। এছাড়াও খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রহৃত হয়ে আহত হন ঘের মালিক মীর কাশেম মেম্বার।

ওসি আরও বলেন, নিহত আমিন্যা ডাকাতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপসহ নানা অপরাধের অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে। তন্মধ্যে কয়েকটি মামলায় আদালতের পরোয়ানা রয়েছে। অপরপক্ষে নেতৃত্ব দেয়া ডাকাত সর্দার নাছির উদ্দিনসহ বন্দুকযুদ্ধে লিপ্ত ডাকাত সদস্যদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!