ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিতে মূর্তির গলা থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার

গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিতে মূর্তির গলা থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মন্দিরে মূতির গলা থেকে চুরি হওয়া স্বর্ণ গ্রেপ্তার আসামি পিন্টু ধর প্রকাশ পোড়াইয়ার (২৭) স্বীকারোক্তি মতে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে একটি স্বর্ণের দোকান থেকে গলানো অবস্থায় উদ্ধার করা হয়। গ্রেপ্তার পিন্টু ধর কক্সবাজারের রামু থানার রাজারকুল ইউনিয়নের বাড়ানিঘাট ঘোনার পাড়ার কালু কুমার ধরের পুত্র।

পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের শ্রী শ্রী লোকনাথ আশ্রমে মূর্তির মাথা ও গলা থেকে ২ ভরি ওজনের স্বর্ণ ও ১ ভরি ওজনের একটি রূপার চেইন চুরি হয়। এরমধ্যে রয়েছে মূর্তির মাথায় থাকা ৬ আনা ওজনের একটি তাজ, গলায় থাকা ৮ আনা ওজনের একটি সোনার চেইন, ৩ আনা ওজনের দুইটি লকেট।

ঘটনার পরদিন অজ্ঞাতনামা আসামি করে জুয়েল সূত্রধর প্রকাশ কৃপানন্দ ব্রহ্মচারী (২২) বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৮ অক্টোবর অভিযান চালিয়ে পিন্টু ধরকে গ্রেপ্তার করেন। পরে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে তিন দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৩ অক্টোবর আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে জন্য থানায় নিয়ে আসা হয়। ব্যাপক পুলিশী জিজ্ঞাসাবাদে আসামি পিন্টু ধর চুরির কথা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণ গলিত অবস্থায় উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শনিবার (২৫ অক্টোবর) রিমান্ডে জিজ্ঞাসাবাদ ও অভিযান শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। চুরির ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!