Home | দেশ-বিদেশের সংবাদ | করোনায় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু

করোনায় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু

নিউজ ডেক্স : রাঙামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব (৩১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আহসান হাবীব করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করছেন চিকিৎসকরা। রাঙামা‌টির অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর) তাপস রঞ্জন ঘোষ তার মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন। আজাদী অনলাইন

রাঙামা‌টি জেলা পু‌লিশ বিভাগ সূত্রে জানা গে‌ছে, করোনা আক্রান্ত হয়ে গত ৬ জুলাই থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান হাবীব। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ কর্মকর্তা আহসান হাবীবের অ্যাজমার সমস্যা ছিল।

চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। করোনায় মৃত আহসান হাবীবের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে। তি‌নি এক সন্তা‌নের পিতা।

তিনি ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দিয়েছিলেন। গত মে মাসে পদোন্নতি পেয়ে রাঙামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!