Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | করোনায় আতঙ্ক নয়, সচেতন হতে হবে : আরমান বাবু রোমেল

করোনায় আতঙ্ক নয়, সচেতন হতে হবে : আরমান বাবু রোমেল

লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও লোহাগাড়া উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আরমান বাবু রোমেল বলেন, করোনা ভাইরাসে আতঙ্ক নয়, সচেতন হতে হবে। এ ভাইরাস প্রতিরোধে লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন সবসময় প্রস্তুত। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে প্রতিরোধের উপর জোর দিতে হবে। কারণ প্রতিরোধই প্রতিকার।

বুধবার (১১ মার্চ) রাতে উপজেলা সদরের এক রেষ্টুরেন্টের হল রুমে আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশনের সভাপতি শ্রীনিবাস দাশ সাগর মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম এ গণি সম্রাট, লোহাগাড়া মা-মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব এম. এ. কাসেম, লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নির্বাহী পরিচালক আলহাজ্ব ফজলুল হক আজাদ, লোহাগাড়া রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জাহাঙ্গীর আলম, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম, লোহাগাড়া মা-শিশু হাসপাতালের পরিচালক আখতার আহমদ, লোহাগাড়া আধুনিক হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসেন, হেলাল উদ্দিন, লোহাগাড়া মেটারনেটি জেনারেল হাসপাতালের পরিচালক কাঞ্চন দাশ, পদুয়া ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সাংবাদিক এম. সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের ম্যানেজার সাহাব উদ্দিন ও এমডি মো. কাইছার।

মতবিনিময় সভায় লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশনের সকল সদস্য উপস্থিত ছিলেন। -খবর প্রেস বিজ্ঞপ্তির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!