Home | দেশ-বিদেশের সংবাদ | ইরানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩২৮, আহত ২৫০০

ইরানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩২৮, আহত ২৫০০

174556Iran-earth

আন্তর্জাতিক : ইরান-ইরাক সীমান্তে প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পে সোমবার ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৩২৮ জনে দাঁড়িয়েছে। খবর এএফপি’র।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, রবিবার রাতে আঘাত হানা ৭ দমমিক ৩ তীব্রতার এই ভূমিকম্পে অন্তত আরো ২ হাজার ৫৩০ জন আহত হয়েছে।

এর আগে বলা হয়েছিল, প্রাকৃতিক দুর্যোগটিতে ২০৭ জন মারা গেছে ও ১ হাজার ৭০০ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রবিবারে এই ভূমিকম্পটি ৭ দশমিক ৩ মাত্রার ছিল বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে; তবে ইরাকের আবহাওয়া বিভাগ বলছে, এর মাত্রা ছিল ৬ দশমিক ৫।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইরান সীমান্তবর্তী ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের সুলাইমানিয়া প্রদেশের পেঞ্জভিনে। এলাকাটি ইরানের সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিংয়ের সন্নিকটে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খবরে বলা হয়েছে, ইরানে অন্তত ৩২৮ জন নিহত ও ২,৫৩০ জন  আহত হয়েছেন। উদ্ধাকারীরা ইরানের দুর্গম এলাকাগুলোতে পৌঁছানোর পর মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!