
নিউজ ডেক্স : ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চার সহযোগী সংগঠন তাদের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। আগামী মার্চে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ যুব মহিলা লীগ, বাংলাদেশ তাঁতী লীগ ও আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় এ তারিখ ঘোষণা করা হয়। দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে তারিখ নির্ধারণ করেন।

ঘোষিত তারিখ অনুযায়ী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আগামী ৪ মার্চ, বাংলাদেশ যুব মহিলা লীগ ১১ মার্চ, বাংলাদেশ তাঁতী লীগ ১৯ মার্চ এবং আওয়ামী আইনজীবী পরিষদের ২৯ এপ্রিল সম্মেলন অনুষ্ঠিত হবে।
সভায় অন্যান্যদের মধ্যে আব্দুর রহমান এমপি, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner