Home | দেশ-বিদেশের সংবাদ | আগামী নির্বাচন সুষ্ঠু হোক সেটাই চাই আমরা : শেখ হাসিনা

আগামী নির্বাচন সুষ্ঠু হোক সেটাই চাই আমরা : শেখ হাসিনা

BL-hasina20171014192220

নিউজ ডেক্স : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের লক্ষ্য। আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক সেটা আমরা চাই। কারণ ভোট দেওয়া মানুষের মৌলিক অধিকার।

তিনি বলেন, আমরাই জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। মানুষ তার ভোটের অধিকার, তার সাংবিধানিক অধিকার যেন স্বাধীন ভাবে প্রয়োগ করতে পারে, এটাই আমাদের লক্ষ্য। এটা আমরা নিশ্চিত করতে চাই।

শেখ হাসিনা আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ দেশের ও গণতন্ত্রের জন্য কাজ করে যাব। আজকের সভায় নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের জন্য প্রস্তাব গুলো চূড়ান্ত করা হবে।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের এ যৌথ সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেই সভাপতিত্ব করছেন।

যৌথসভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থি রয়েছেন। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!