![](http://lohagaranews24.com/wp-content/uploads/2021/08/91.jpg)
এলনিউজ২৪ডটকম : ১৫ আগষ্ট রোববার দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুর রহিম আজাদের দশম মৃত্যুবার্ষিকী ।
তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ চৌধুরী পাড়ার মরহুম আবদুস ছোবাহান আমিনের পুত্র।
চট্টগ্রাম থেকে প্রকাশিত সাপ্তাহিক ঈশান পত্রিকার মাধ্যমে তাঁর সাংবাদিকতা শুরু। পরে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ ও দৈনিক দিনকাল পত্রিকার লোহাগাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। পরবর্তী সময়ে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বিশেষ প্রতিনিধি দায়িত্ব কাজ করেন। তিনি লোহাগাড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও একাধিকবার সাধারণ সম্পাদক ছিলেন।
![](https://i0.wp.com/lohagaranews24.com/wp-content/uploads/2020/08/biman-ad.png?fit=620%2C134)
এছাড়া মধ্য আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর আমিরাবাদ চৌধুরী পাড়া যুব ঐক্য পরিষদের উপদেষ্ঠ সহ একাধিক সামাজিক প্রতিষ্টান ও সংগঠনের সাথে জড়িত ছিলেন।
উল্লেখ্য, সাংবাদিক আবদুর রহিম আজাদ ২০১১সালের ১৫ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কে চকরিয়া কলেজের একটু আগে ফরেস্ট অফিসের সামনে মোটর সাইকেল যোগে চকরিয়া যাবার পথে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন।