এলনিউজ২৪ডটকম : সাতকানিয়া উপজেলার ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মা সমাবেশ ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচারক বিশিষ্ট নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক একটি উন্নত ও প্রগতিশীল রাষ্ট্র গড়তে মায়েরা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আদর্শ শিক্ষিত মা ব্যতিত প্রশিক্ষিত জাতি গড়া অসম্ভব। তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তির করালগ্রাসে করাল গ্রাসে নিপতিত জাতির কর্ণধার যুব সমাজ। এই অবস্থা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে না পারলে জাতির ভবিষ্যত অন্ধকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী। সভাপতিত্ব বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আজাদ হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নারী নেত্রী নার্গিস আক্তার মুন্নি,সম্পা দেবী সোমা, রেহানা আক্তার, হামিদা বেগম, তাঁতী লীগের সভাপতি সোহাব হোসেন মিন্টু, সাধারন সম্পাদক মোহম্মদ বেলাল,ছদাহা ইউনিয়ের যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম জয়,নজরুল ইসলাম মেম্বার, আহম্মদ কবির মেম্বার, ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইদ্রিস, আব্দুল মান্নান, সজল, সৌহান, ইমরান, ফরহাদ প্রমুখ।

ফাউন্ডেশনের প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।