এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলমকে বদলির আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ ১৮ এপ্রিল ২০১৮ জনপ্রশাসন মন্ত্রণালয় (মাঠ প্রশাসন- ২ শাখা) এর উপসচিব দেওয়ান মাহবুবর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ- ১ শাখায় ন্যস্ত আদেশের সংশ্লিষ্ট অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ এপ্রিল তিনি লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।