ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বেশী দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

লোহাগাড়ায় বেশী দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

71351311_173788700463033_5645144326250954752_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বেশী দামে পেঁয়াজ বিক্রি করায় বটতলী মোটর ষ্টেশন ও আধুনগর বাজারের ৭ মুদি দোকানদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।

জরিমানা করা হয় বটতলী মোটর স্টেশনের আলুরঘাট রোডস্থ সাহাব মিয়া সওদাগরের মুদি দোকানে ২ হাজার টাকা, জসিম উদ্দিনের মুদি দোকানে ২ হাজার, ফজলুল হকের মুদি দোকানে ১ হাজার, দেলোয়ার হোসেনের মুদি দোকানে ১ হাজার টাকা, লোকমানের মুদি দোকানে ২ হাজার টাকা, রিদুয়ানের মুদি দোকানে ২ হাজার ও আধুনগর বাজারে লাল মিয়া সওদাগরের মুদি দোকানে ৫ হাজার টাকা।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ জানান, ৫৮ টাকার পেঁয়াজ ৯২ টাকায় বিক্রি করায় ভোক্তা অধিকার আইনের ২০০৯ (৪০) ধারায় তাদেরকে জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!