এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ২৪ জুলাই দিনগত রাতে তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা ও ৫ লিটার চোলাইমদ উদ্ধার করেছে বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হল উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান মালি পাড়ার মাধন সিকদারের পুত্র অজিত সিকদার (৪৫), একই ইউনিয়নের বাংলাবাজার এলাকার শাহ আলমের পুত্র নাজিম উদ্দিন (২৮) ও চরম্বাা ইউনিয়নের জমাদার পাড়ার আকবর আহমদের পুত্র মোস্তাক আহমদ (৪০)।
লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ, তাদেরকে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আজ ২৫ জুলাই গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।