বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নতুন কমিটি ঘোষিত হওয়ায় আনন্দ মিছিল সমাবেশ করেছে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ। ১৬ অক্টোবর সোমবার সকাল ১১ টায় লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে অনুষ্ঠিত উক্ত আনন্দ র্যালী ও সমাবেশে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদওয়ানুল হক সুজনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল হাসান, যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. পারভেজ, আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল তালুকদার, সহ-সভাপতি আমানুল্লাহ ভুইয়া, সাধারণ সম্পাদক এনামুল হক রুমান, আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুর রহমান নাবেদ, বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল মো: ওরহান, চরম্বা ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি মিনহাজ রেজা রাফি, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা কফিল উদ্দীন, রাশেদ উদ্দীন, পুটিবিলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাজমুল হুদা, চুনতি ইউনিয়ন ছাত্রলীগ নেতা, মুনতাসির সিকদার, লোহাগাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নোমানসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় মিছিলটি লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন প্রদক্ষিণ করে মোটর ষ্টেশনস্থ শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে নতুন কমিটির সফলতা কামনা করে সমাপ্তি ঘোষণা করা হয়। – প্রেস বিজ্ঞপ্তি