এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ এক নারী পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩০ অক্টোবর দিনগত রাতে চুনতি খানদিঘী এলাকায় চট্টগ্রাম শহরমুখী দূরপাল্লার বাসে তল্লাশী চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতার আফরিন আক্তার রুমি (২৫) রংপুরের কোতয়ালী ৩নং ওয়ার্ডের উত্তম বেতার পাড়ার মোঃ আব্দুর রহিম সাগরের স্ত্রী।

থানা সূত্রে প্রকাশ, থানার এসআই গোলাম কিবরিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২শ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ৩১ অক্টোবর সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।