এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় এক ইভটিজারকে দু’মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুব আলম। গত ৪ ডিসেম্বর এক স্কুল ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে লোহাগাড়া সদর ইউনিয়নের দয়ার পাড়ার আবু তাহেরের পুত্র ইব্রাহিম খলিল (২০) কে এ সাজা প্রদান করা হয়।
জানা যায়, ঘটনারদিন আধুৃনগর হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তায় উত্যক্ত করছিল ওই যুবক। তার শোরচিৎকারে স্থানীয়রা ইভটিজারকে আটক করে। আটকের পর লোহাগাড়া থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই সোহরাওয়ার্দী ঘটনাস্থল হতে ইভটিজার খলিলকে আটক করে থানায় নিয়ে আসে। সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে হাজির করলে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ওই যুবককে ২ মাসের সাজা প্রদান করে।