এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পুলিশ পরিচয়ে বিদেশগামী যাত্রীর মাইক্রোবাস আটকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর ইউনিয়নের হাজি রাস্তার মাথা এলাকায় এই ঘটনায় ঘটে।

ভূক্তভোগী রায়হান ফেরদৌস রাফি জানান, ভোর সাড়ে ৪টার দিকে আধুনগর ইউনিয়নের রোস্তমের পাড়া থেকে বন্ধু মাহাদিকে চট্টগ্রাম বিমান বন্দরে পৌঁছে দেয়ার জন্য বের হই। এই সময় মহিলাসহ মাইক্রোবাসে ১০ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে একদল লোক পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাস থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে।
এক পর্যায়ে মাইক্রোবাস চালককে মারধর করে চালকের আসন থেকে সরিয়ে দেয়। তাদের মধ্যে একজন মাইক্রোবাস চালিয়ে আধুনগরের হাতিয়ারপুল এলাকায় পশ্চিম পাশে একটি অভ্যন্তরীণ সড়কের নির্জনস্থানে নিয়ে যায়।
সেখানে মহিলা যাত্রীদের কাছে থাকা ২ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সটকে পড়ে তারা। তবে বিদেশগামী যাত্রীর পাসপোর্ট, টিকেট ও মাইক্রোবাসে থাকা যাত্রীদের মোবাইল ফোন নেননি তারা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করার প্রচেষ্টা চলছে। এই ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন।