এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় নাশকতা মামলায় শাহাব উদ্দিন নামে এক বিএনপিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মীর পাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র। সোমবার (২০ নভেম্বর) রাতে ইউনিয়নের মল্লিক ছোবহান তজু মুন্সির গ্যারেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপি নেতা শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, গ্রেপ্তার শাহাব উদ্দিন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক। তিনি নাশকতার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। মঙ্গলবার (২১ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।