এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আধুনগরে নাশকতা মামলায় মর্তুজা বেলাল (৩৮) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে ইউনিয়নের হাতিয়ারকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেলাল একই ইউনিয়নের তেলিপাড়ার মৃত ডা. এয়াকুবের পুত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তার বেলাল জামায়াত-শিবিরের একটি নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত আসামী। এছাড়া তার বিরুদ্ধে আরো ৪টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তার বেলাল জামায়াত-শিবিরের একজন ক্যাডার। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।