এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আব্দুল্লাহ প্রকাশ আবুল নুর (৪৭) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের বার আউলিয়া এলাকায় নির্মাণাধীন এক খামারের সামনে ফাঁকা নির্জন জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবদুল্লাহ বোয়ালাখালী থানার শাকপুরা ইউনিয়নের টেক্সনগর চর খিজিরপুর এলাকার মৃত আবুল হাশেমের পুত্র।

পুলিশ জানায়, ঘটনাস্থলে একদল ডাকাত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার সংবাদে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা অস্ত্রশস্ত্র ফেলে দিকবেদিক দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে ডাকাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে তার দেহ তল্লাশী করে কোমড়ের পিছনে পরিহিত প্যান্টের সাথে গোজানো একটি দেশীয় তৈরি এলজি, প্যান্টের পকেটে ৫ রাউন্ড কার্তুজ ও মুখমন্ডলে পড়া একটি মুখোশ জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থলে পলাতক ডাকাতদের ফেলে যাওয়া ২টি লোহার ধারালো কিরিচ, ৩টি ধারালো লোহার ছুরি, ২টি মুখোশ ও একটি লোহার শাবল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ডাকাত আব্দুল্লাহ জানায়, তারা লোহাগাড়া থানা এলাকায় মানুষের বসতঘরে ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়েছে। এছাড়া তারা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে একত্রিত হয়ে মানুষের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে থাকে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার আব্দুল্লাহ একজন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। পালিয়ে যাওয়া ডাকাতরাও একটি সংঘবদ্ধ ডাকাত দল। গ্রেপ্তার আব্দুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৩১টি মামলা রয়েছে। লোহাগাড়া থানায়ও তার বিরুদ্ধে ২টি মামলা রুজু করা হয়েছে। শনিবার (৩১ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ডাকাত দলের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।