Home | দেশ-বিদেশের সংবাদ | মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন

মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন

আন্তর্জাতিক ডেক্স : মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান মুহিউদ্দীন ইয়াসিন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার রাজপ্রাসাদ সূত্রে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন বিবৃতিতে জানান, দেশটির রাজা সংসদের ২২১ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দীন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন।

এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন জানান রাজ পরিবারের মুখপাত্র।

মালয়েশিয়ার সংবিধানের ৪৩(২)(এ) ধারা অনুসারে, দেশটির রাজা বেশির ভাগ সংসদ সদস্যের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন।

আহমদ ফাদিল শামসুদ্দীন রাজার পক্ষ থেকে জানান, জনগণ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রীর পদে নিয়োগে বিলম্ব করা যায় না।

এর আগে ২৪ ফেব্রুয়ারি (সোমবার) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ আকস্মিকভাবে পদত্যাগ করেন। পদত্যাগ করলেও মাহাথির মোহাম্মদকে অর্ন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন দেশটির রাজা আবদুল্লাহ রি’আয়াতুদ্দীন আল-মুস্তাফা বিল্লাহ শাহ। – বাংলানিউজ

মাহাথির পরবর্তী মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী নিয়োগে দেশটির সংসদের ২২১ সদস্যের সাক্ষাৎকার নেন রাজা। ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাজা আবদুল্লাহ রি’আয়াতুদ্দীন আল-মুস্তাফা বিল্লাহ শাহ তার প্রাসাদে সদস্যদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেন। দু’দিনের এ সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রতি সদস্যের সঙ্গে দুই-তিন মিনিট করে পরবর্তী প্রধানমন্ত্রীর বিষয়ে তাদের মতামত নেন রাজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!