নিউজ ডেক্স : পেকুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জামাল হোছাইন (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
এর আগে রোববার দুপুরে পেকুয়া উপজেলার চৌমহনীতে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্থানীয় আওয়ামী লীগ নেতা জামাল হোছাইন। তিনি বারবাকিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাহাত আলী পাড়ার আহমদ মিয়ার ছেলে।
পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, রোববার দুপুরে পেকুয়া উপজেলার চৌমুহনীতে একটি ব্যানার টানাতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন জামাল হোছাইন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি।
আবুল কাশেম আরও বলেন, গুরুতর আহত অবস্থায় জামালকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।