
নিউজ ডেক্স : বাঁশখালীর উপজেলার সরল ইউনিয়ন থেকে ১৩ জুন বুধবার ভোরে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাতটি রাইফেল উদ্ধার করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটক দু’জন হলেন বাঁশখালীর দক্ষিণ সরল এলাকার অজি উল্লাহর ছেলে উমর মাইদ্যা (৪৫) ও সোলতান আহমেদের ছেলে মো. আলী (৫০)।

মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার ভোরে বাঁশখালীর সরল এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশাকে থামার জন্য সংকেত দিলে দু’জন পালানোর চেষ্টা করেন। পরে তাদের ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয়। এ সময় ওই সিএনজি অটোরিকশার সিটের পেছনে সাতটি দেশীয় অস্ত্র পাওয়া যায়।
তিনি জানান, গ্রেফতার দু’জন স্বীকার করেছে ফিশিং বোটে মাছধরার জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করার লক্ষ্যে অস্ত্রগুলো সংগ্রহ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে একাধিক হত্যা ও ডাকাতি মামলা রয়েছে বলেও জানান মহিউদ্দিন মাহমুদ সোহেল।
Lohagaranews24 Your Trusted News Partner