_____জেসমিন সুলতানা চৌধুরী_____
বনলতা, বনলতা নিয়ে চল আমাকে তোমার সাথে ,
দূর বহুদূর ঐ দিগন্তে,
যেখানে আকাশ মিশেছে মাটির সাথে।
যেখানে থাকবে না কোন মরিচীকা,
থাকবেনা কোন আলো আঁধারের খেলা।
সেথায় যাব আমি
যদি নাইবা নিয়ে যাও তুমি।
দাও না কেন সাড়া
কই গো তুমি?
সেথায় আমি ছন পাতার কুটির বানাব,
জোনাকি পোকার সাথে বন্ধু পাতাব,
ঝিঁঝিঁ পোকা ডাকবে গানের সুরে সুরে,
শীতের সকালে শিশির কনায় পা রাঙাব,
বিলের আইল ধরে হাঁটতে গিয়ে প্রজাপতি গুনব,
সবুজ ধান ক্ষেতে উড়ন্ত
ফড়িংয়ের সাথে খেলব,
শীতল বাতাসে তোমার হাতে হাত রেখে স্বপ্ন বুনব।
খেয়া পারের ঘাটে বাঁধা নৌকো সাথে নেব,
চল সেথায় যাব আমি সেথায় যাব।