ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | ফাগুন এলো বলে

ফাগুন এলো বলে

76

______ওয়ারদাতুল জিনান______

এসেছে ফাগুন জ্বলছে আগুন কৃষ্ণচূড়ার ডালে
বাঁধভাঙা ঐ খুশির জোয়ার এসেছে চাঁদর খুলে,
হলুদ শাড়িতে সোনালু ফুল সাজল বিয়ের কনে,
ভেঙেছে সুপ্তি গাছগাছালির নয়া পত্র- পল্লবে।

শিমুল-পলাশ আবির রাঙা ফাগুন ছোঁয়া লেগে
আম্রমুকুলের গন্ধ ভাসে দক্ষিণা সমীরণে,
গায়ছে কোকিল মিষ্টি স্বরে কুহু- কুহু তানে
হিমেল হাওয়ায় দুলছে টিয়া রাঙা শিমুল শাখে।

মানব মনে দক্ষিণা দুয়ার গিয়েছে আজি খুলে
ফাগুন হাওয়া উন্মাদনা এনেছে ভাবুক চিত্তে,
ফুলেরগন্ধে- পাখিরগানে বসুধা আজ হাসে
বাসন্তীরং জেগেছে মনে ফাগুন এলো বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!