এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আনা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) শিক্ষার্থীর অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর যাবত অতিরিক্ত শিক্ষক রাখার নামে প্রতিজন শিক্ষাথীদের কাছ থেকে মাসিক ২০ টাকা করে বেতন আদায় করে আসছে। বিদ্যালয়টি অত্যন্ত দুর্গম ও গরীব জনসাধারণ অধ্যুষিত এলাকায় হওয়ায় ধার্য্যকৃত বেতন যথাসময়ে দিতে পারেন না অভিভাবকরা। যার ফলে শিক্ষার্থীদেরকে বেতনের জন্য বকাঝকা করা হয়। এতে ভীতিগ্রস্ত হয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে চান না। ফলে অনেক শিক্ষার্থী অকালে পড়ালেখা থেকে ঝরে পড়ছে। প্রধান শিক্ষককে বেতন না নেয়ার জন্য বললে এটি কমিটির সিদ্ধান্ত সবাইকে মানতে হবে বলে জানায়।
অপরদিকে বার্ষিক স্লিপ ফান্ডসহ অন্যান্য বরাদ্দের ব্যাপারে কমিটির সদস্যদের অবহিত করা হয় না। তাছাড়া প্রায় ৪ বছর যাবত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হলেও শিক্ষার্থীদের কোন প্রকার পুরস্কার প্রদান করা হচ্ছে না। ফলে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হতাশ ও এক প্রকার প্রতারণার শিকার হচ্ছে। এছাড়া বিভিন্ন দিবসে সরকারি বরাদ্দ থাকলেও বিদ্যালয়ে তা ব্যয় করা হয় না।
পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহি উদ্দিন জানান, এক সপ্তাহ পূর্বে স্থানীয়দের সাথে বৈঠক করে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। এর বাইরে কোন মন্তব্য করতে চান না তিনি।
লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু জাফর জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে বেতন কিংবা পরীক্ষার ফি নেয়ার কোন নিয়ম নেই। বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষক রাখলে তার বেতন কমিটির সদস্যরা দিবেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।