ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | দুর্নীতির অভিযোগে নেদারল্যান্ডস সরকারের পদত্যাগ

দুর্নীতির অভিযোগে নেদারল্যান্ডস সরকারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেক্স : শিশু কল্যাণ তহবিল নিয়ে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলো নেদারল্যান্ড সরকার। দেশটির প্রধানমন্ত্রী মার্ক রাটের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

খবরে বলা হয়, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট রাজার কাছে মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দেন।

নেদারল্যান্ডসের হাজার হাজার পরিবার শিশু কল্যাণ তহবিল থেকে পর্যাপ্ত অর্থ না পেয়ে আর্থিক সমস্যায় ভুগছেন। এর মধ্যে বেশি সমস্যায় পড়েছেন অভিবাসী পরিবারগুলো।

নেদারল্যান্ডসে সরকারের পদত্যাগের ঘটনা এটিই প্রথম নয়। ২০০২ সালেও দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তৎকালীন সরকার পদত্যাগ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!