শুভ্রা নীলাঞ্জনা : আজ দারুণ একটা স্বপ্ন দেখলাম। আমি চম্বলের দস্যুরানী ফুলন দেবী। আমি ধর্ষক দের ত্রাস। যেখানেই ধর্ষণ হয় আমি সেখানে চলে যাই প্রকাশ্যে দিবালোকে প্রথমে তার লিংগচ্ছেদ করি তারপর তাকে একটু একটু করে কস্ট দিয়ে মেরে ফেলি ইচ্ছে করলে গুলি করে একবারে মেরে ফেলতে পারতাম। আমি তা করি না।কয়েকদিনের ভিতর দেশের ভিতর গজিয়ে উঠা পাপের ফসল তুফান,ঝড়,সাইক্লোন, হারিকেন,টর্নেডো সব ফিনিশ। তারপর থেকে আর কোন ধর্ষণের ঘটনা সোনার বাংলায় ঘটেনি । নারী আর শিশুরা নিরাপদ ওরা সুখি । নিজের ইচ্ছেমত ঘুড়ে বেড়ায়। মায়েরা নিশ্চিন্ত তাদের মেয়েদের স্কুল, কলেজে পাঠিয়ে। চারিদিকে শান্তির সুবাতাস।

কিন্তু হঠাৎ করে ঘুম টা ভেংগে গেল। মনে হলো কেন এই কাজ প্রশাসন করতে পারেনা? কয়েকজন দুঃসাহসিক পুরুষ কেন পারেনা নিদেনপক্ষে পারভাটেড পুরুষদের মাথা ন্যড়া করে দিয়ে ফেইসবুকে ছবি দিতে ? যে ছবি টা ভাইরাল হবে । বিকৃত পুরুষের দুঃসাহসের মাত্রা নিঃশেষ হয়ে যাবে। কিন্তু না ফেইস বুকে স্টেটাস দিয়ে সবাই নিরব। এইটা ও মুক্তিযুদ্ধের মত একটা যুদ্ধ।মানবিক পুরুষরাই শুধু পারে নারীদের নিরাপত্তা ফিরিয়ে দিতে। তাদের সুস্থ ও নিরাপদ জীবনের আশ্বাস দিতে। তাহলে আজকের এই অক্ষম আমি ফুলন দেবী হওয়ার স্বপ্ন দেখতাম না। চোখের জলে ভিজতামনা ।মনে হতো না আমি আর টিভি, দেখবনা নিউজপেপার পড়ব না, ফেইসবুকিং করব না। কিছু না করতে পারার অক্ষমতা আমি আর নিতে পারছি না । সবাই কি আমরা পাথর হয়ে যাচ্ছি ? মানবিক পুরুষদেরই আবার জাগতে হবে তারাই শুধু পারে অসুস্থও বিকৃত মানষিকতাকে শক্ত হাতে রুখে দিয়ে সুন্দর সমাজ দেশকে উপহার দিতে।

মানুষ ই সব পারে।