নিউজ ডেক্স : আগামী ২১ দিনের মধ্যে যদি সরকার তাদের দাবি না মানে তাহলে ৯৬ ঘণ্টার কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছেন পরিবহন শ্রমিক নেতা ওসমান আলী।
তিনি বলেছেন, আগামীকাল আমাদের কর্মসূচি আপাতত শেষ। এরপর আবার আমরা সরকারকে নোটিস দেব। ২১ দিনের মধ্যে যদি সরকার দাবি না মানে তাহলে ৯৬ ঘণ্টার কর্মসূচি দেব।
আজ সোমবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের একথা বলেন। আগামী ৩ নভেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নোটিস দেওয়া হবে বলে জানান তিনি।
রবিবার সকাল ৬টা থেকে তাদের ধর্মঘটে অচল হয়ে আছে সারাদেশের সড়ক; বাস না পেয়ে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। মঙ্গলবার ভোর ৬টায় শেষ হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কর্মসূচি।