ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | দশ দুস্থ পরিবারকে বাছুর দিলেন সিরাজুল করিম বিপ্লব

দশ দুস্থ পরিবারকে বাছুর দিলেন সিরাজুল করিম বিপ্লব

image-49487

প্রেস বিজ্ঞপ্তি : রাঙ্গুনিয়ায় গরীব ও দুস্থ অসহায়দের মাঝে গরুর বাছুর প্রদান করেছে সাত্তার মাবিয়া ফাউন্ডেশন।

সম্প্রতি লালানগরে দশজন অসহায় মানুষের মাঝে ১০টি বাছুর প্রদান করা হয়। গরুর বাছুর প্রদান করেন হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি তরুণ আওয়ামী লীগ নেতা সিরাজুল করিম বিপ্লব।

তিনি বলেন, ‘দুঃস্থদের সহায়তা করা সকলের ঈমানী দায়িত্ব। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে শুধু নিজের সুখের জন্য পাঠায়নি। যদি প্রতিবেশি কেউ না খেয়ে থাকে বা কষ্টে থাকে তবে এজন্য জবাবদিহি করতে হবে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায়দের গরু ও বাছুর প্রদান করা হয়েছে। যাতে তারা বাছুর লালন পালন করে একটি আয়ের উৎস পায়। এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় লালানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, প্রকৌশলী নওশাদ করিম,আফসার আলী প্রমুখ।বাছুর প্রাপ্তরা হলেন হোছনাবাদ ইউনিয়নের মোহাম্মদ সালাউদ্দিন লালানগর ইউনিয়নের মোহাম্মদ রুবেল, আব্দুল মিয়া, জান্নাত বেগম, হোসনারা বেগম, সানু আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!