নিউজ ডেক্স : চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন উদ্দীন (৩৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১ অক্টোবর) বিকেলে সাড়ে ৪ টার দিকে চন্দনাইশ উপজেলার কসাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।হুমায়নের বাড়ি কক্সবাজারের খুটাখালী এলাকায়। তিনি কোরিয়ান ইপিজেডে একটি কারখানায় সিনিয়র সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. সুমন বলেন, কক্সবাজার মুখী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কাভার্ডভ্যানটিও জব্দ করে থানায় রাখা হয়েছে। -বাংলানিউজ