ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির নতুন কমিটিতে কবির সভাপতি ভুট্টো সম্পাদক

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির নতুন কমিটিতে কবির সভাপতি ভুট্টো সম্পাদক


চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের কনফারেন্স রুমে সমিতির সভাপতি আবিদ হোসেন মানু’র সভাপতিত্বে আয়োজিত সভায় আগামী ৩ বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সামান্তা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম আইনুল কবির। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হোসেন কনস্ট্রাকশন এর চেয়ারম্যান হোসেন উদ্দীন আহমদ (ভুট্টো)। উপদেষ্টা করা হয়েছে মো. আইয়ুব কুতুবী ও আবিদ হোসেন মানুকে।

সমিতির অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ ইউনুচ, মো. নুরুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক জেএস এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মো. সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক জহির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আসহাব উদ্দীন ভুইয়া, অর্থ সম্পাদক চৌধুরী ট্রেডার্স এর চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক আরফা এন্টার প্রাইজ এর চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। এছাড়াও মো. মাহাবুবুল আলম, সাইফুর রহমান, আতিকুল হক চৌধুরী, নুরুল আমিনকে সদস্য করা হয়।

নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল্লাহ আল নোমান পারভেজ, উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ রাফিজ বিন মনজুর, উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ, উপ-সহকারী প্রকৌশলী সুবাস চন্দ্র শীল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!