এলনিউজ২৪ডটকম: ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ কেয়ারটেকার নির্বাচিত হয়েছেন লোহাগাড়া উপজেলার মডেল কেয়ারটেকার মোহাম্মদ রাশেদুল ইসলাম।
সোমবার (২ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে চট্টগ্রাম জেলার কেয়ারটেকারদের মিটিং ও ট্রেনিংয়ে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মোহাম্মদ আবু আহছান এই সম্মাননা তুলে দেন।
জানা যায়, বিগত শিক্ষাবর্ষের কর্ম দক্ষতা, সততা, ফিল্ড পর্যায়ে পারফরমেন্স উপর যাচাই-বাছাই করে মোহাম্মদ রাশেদুল ইসলামকে জেলা পর্যায়ে এই পুরস্কার ঘোষণা করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মোহাম্মদ আবু আহছান, ফিল্ড অফিসার মোহাম্মদ ফয়েজ উল্লাহ, মাষ্টার ট্রেইনার ফরিদ আহমদ ও চট্টগ্রাম জেলার সুপারভাইজারবৃন্দ।