Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, শিশু নিহত

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, শিশু নিহত

নিউজ ডেক্স: চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা, টমটম ও পিকআপ দুমড়ে-মুচড়ে গেছে। এতে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। ট্রেনটি কালুরঘাট সেতু অতিক্রম করার সময় সিগন্যাল চালু ছিল। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা সিগন্যাল অমান্য করে সেতুর ওপর উঠে পড়লে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম বলেন, রাত পৌনে ১১টার দিকে আমরা খবর পাই। আমাদের দুটি ইউনিট অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে পৌঁছায়। হতাহতদের উদ্ধারে কাজ চলছে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার শাকিলা সোলতানা বলেন, ট্রেনের সঙ্গে অটোরিকশা, টমটম ও পিকআপের সংঘর্ষ হয়েছে। এক শিশু নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। -ঢাকা পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!